বাজেট ২০২৪-২৫: যেসবের দাম বাড়ছে, যেসবের কমছে
প্রতীকী ছবি
বাজেটে শুল্ক পরিবর্তনের কারণে বিভিন্ন পণ্য ও সেবার দাম ওঠানামা করে। আগামী অর্থবছরের বাজেটে বিভিন্ন পণ্য ও সেবায় শুল্কের হার রদবদল করা হয়েছে। ফলে বাজেট পাস হলে এসব জিনিসের দামেও পরিবর্তন আসবে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ
আলী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন।
দাম বাড়বে
আইসক্রিম
সকল ধরনের আইসক্রিমের উপর বিদ্যমান সম্পূরক
শুল্ক হার ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ করা হচ্ছে।
কোমল পানীয়
কার্বনেটেড বেভারেজে সম্পূরক শুল্ক হার
২৫ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে কোমল পানীয়ের
এর জন্য নির্ধারিত মাত্রার উপাদান অপেক্ষা ভিন্নতর মাত্রার উপাদান সম্বলিত পানীয়ের
ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার ৩৫ শতাংশের পরিবর্তে ৪০ শতাংশ নির্ধারণ করা হচ্ছে
সিগারেট
সিগারেট ও এ জাতীয় পণ্যের সম্পূরক শুল্কের
হার ৬৫ শতাংশের পরিবর্তে ৬৬ শতাংশ নির্ধারণ করা হচ্ছে। এছাড়া সিগারেট বা বিড়ি পেপারের
স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসকের হার সাড়ে ৭ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ হচ্ছে
মোবাইল সিম
মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের
মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক ১৫ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ
নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও প্রতিটি সিম কার্ড বা ই-সিম সরবরাহের বিপরীতে
বিদ্যমান মূসকের পরিমাণ ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা হচ্ছে।
চিকিৎসা সেবা
হাসপাতালে ব্যবহৃত চিকিৎসা যন্ত্রপাতি
ও উপকরণ আমদানির শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে
বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ বাড়বে।
ভ্যাট ৫ শতাংশ থেকে ১৫% করা হচ্ছে যেসব
পণ্যে। এতে দাম বাড়বে
>> আমসত্ব (ম্যাংগো বার)
>> ম্যাংগো জুস
>> আনারসের জুস
>> পেয়ারার জুস
>> তেতুলের জুস
>> ১ থেকে ৫০ ওয়াটের অধিক ক্ষমতা
সম্পন্ন বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব, টিউব লাইট
এলআরপিসি তার
এলআরপিসি তার উৎপাদনকারী শিল্পের কাঁচামাল
ওয়্যার অব আইরন বা নন-অ্যালয় স্টিল আমদানিতে আমদানি শুল্ক ১০% হতে বাড়িয়ে ১৫% ধার্য
করার প্রস্তাব করা হয়েছে।
অ্যামিউজমেন্ট ও থিম পার্কে ঘোরাঘুরি
এ সেবা খাতের বিদ্যমান মূসক হার সাড়ে ৭
শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
ট্যুর অপারেটর
এ সেবার ওপর বিদ্যমান মূসক অব্যাহতি সেবা
প্রত্যাহার করা হয়েছে।
কাজু বাদাম
কাজু বাদাম আমদানিতে আমদানি শুল্ক ১৫%
হতে কমিয়ে ৫% করা হয়েছে। তবে দেশে উৎপাদিত কাজু বাদামেরবাজার বিকাশের উদ্দেশ্যে কাজু
বাদাম আমদানিতে ১০% রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছে।
দাম কমছে
ডেঙ্গু কিট
ডেঙ্গু রোগ নির্ণয়ের কিট আমদানির ওপর রেয়াতসুবিধা
দেওয়া হয়েছে।
কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিট
কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিট আমদানির
জন্য নতুন এইচ কোড তৈরি করে আমদানি শুল্ক ১০% হতে কমিয়ে ১% করা হয়েছে।স্পাইনাল নিডল
স্পাইনাল নিডলকে সহজলভ্য করতে এটির নতুন
এইচ এস কোড তৈরি করে আমদানি শুল্ক ৫% নির্ধারণ করা হয়েছে।
এসেপটিক প্যাক
এসেপটিক প্যাক আমদানিতে আমদানি শুল্ক ২৫%
হতে কমিয়ে ১০% নির্ধারণ করা হয়েছে।
বিদেশি গুঁড়ো দুধ
পুনঃ মোড়কজাতকরণ শিল্পের বিকাশের জন্য
গুড়া দুধ আমদানিতে প্রযোজ্য ২০% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হচ্ছে।
মিথানল
বাল্ক আকারে মিথানল আমদানির ক্ষেত্রেও
আমদানি শুল্ক ১০% হতে কমিয়ে ৫% করা হচ্ছে।
পলিপ্রোপাইলিন ইয়ার্ন
কার্পেট উৎপাদনকারী শিল্পের কাঁচামাল পলিপ্রোপাইলিন
ইয়ার্ন আমদানিতে আমদানি শুল্ক ১০% হতে কমিয়ে ৫% নির্ধারণ করা হচ্ছে।
ম্যাংগানিজ
ফেরো এলয় উৎপাদনকারী শিল্পের কাঁচামাল
ম্যাংগানিজ আমদানিতে আমদানি শুল্ক ১০% হতে কমিয়ে ৫% ধার্য করা হচ্ছে।
ল্যাপটপ
ল্যপটপ আমদানিতে ভ্যাট প্রত্যাহার করায়
কমতে পারে এই প্রযুক্তি পণ্যের দাম।
বাজেটে আমদানিশুল্ক কিছুটা বাড়ানো হলেও ভ্যাট পুরোটা তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
ল্যাপটপ এর আমদানি শুল্ক ৫% হতে বাড়িয়ে১০%
করার এবংআমদানি পর্যায়ে আরোপিত মূসক প্রত্যাহারেসুপারিশ করা হয়েছে। এতে সর্বমোট করভার
৩১% হতে কমে ২০.৫০% এ গিয়ে দাঁড়াবে।”
উড়োজাহাজের ইঞ্জিন
এয়ারক্রাফট ইঞ্জিন ও প্রপেলারের ওপর আমদানি
পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর প্রত্যাহার করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
সর্বশেষ খবর
- বুধবার জামায়াত, বৃহস্পতিবার বিএনপির সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা
- বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাজ্য
- ভারত হাইকমিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জাতিসংঘের সহযোগিতা নিতে পারে: উপদেষ্টা আসিফ
- পঞ্চম বর্ষে পদার্পণ: ঢাকা ওয়েভের সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত
- শিল্প পণ্য উৎপাদনে সক্ষমতা তুলে ধরতে আবারো এটিএস এক্সপো আয়োজন করছে টেক জায়ান্ট ওয়ালটন
মন্তব্য করুন