সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জেমস বন্ডের বেশে সাগরে কী করছেন মার্ক জাকারবার্গ

অনলাইন ডেস্ক
৫ জুলাই ২০২৪ ২৩:১২ |আপডেট : ৮ জুলাই ২০২৪ ২২:৫১
জেমস বন্ডের বেশে সাগরে কী করছেন মার্ক জাকারবার্গ
জেমস বন্ডের বেশে সাগরে কী করছেন মার্ক জাকারবার্গ

৪ জুলাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস। চোখধাঁধানো আতশবাজি আর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেছেন মার্কিনরা। তবে অন্যদের চেয়ে একটু ব্যতিক্রমীভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

যুক্তরাষ্ট্রের পতাকা হাতে নিয়ে সমুদ্রে সার্ফিং করেছেন তিনি। নিজের সার্ফিং করার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, শুভ জন্মদিন, আমেরিকা

ভিডিওতে দেখা গেছে, জেমস বন্ডের আদলে স্যুট পরিহিত জাকারবার্গের গলায় রয়েছে চেইন নেকলেস। চোখে রয়েছে মেটার রে-ব্যান স্মার্ট রোদচশমা। সার্ফিং করার সময় পতাকা নেড়ে আনন্দ করছেন তিনি। এরই মধ্যে শুধু ইনস্টাগ্রামে ছয় লাখের বেশি লাইক ও ১৮ হাজারের বেশি মন্তব্য পড়েছে ভিডিওতে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর