গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার
কৌশিক হোসেন তাপস
গানবাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেলটির
এই চেয়ারম্যানকে উত্তরা পূর্ব থানায় জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণহত্যার ঘটনায় দায়ের করা
মামলার ভিত্তিতে রোববার মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি)
রওনক জাহান গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের
জন্য তাপসকে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তারের পেছনে কি কারণ রয়েছে তা বিস্তারিতভাবে
জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে এই মামলার তদন্তে তার সম্পৃক্ততার জন্যই তাকে আটক
করা হয়েছে।
উল্লেখ্য, কৌশিক হোসেন তাপস দেশের সংগীত
জগতের একজন পরিচিত মুখ এবং তিনি সংগীতের বিভিন্ন ক্ষেত্রে তার অবদানের জন্য সমাদৃত।
এই গ্রেপ্তারের ঘটনায় সংগীতশিল্পী ও শিল্পী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি
হয়েছে।
মন্তব্য করুন