রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতৃত্বে ফরহাদ-মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
৩ জানুয়ারি ২০২৫ ১০:৩৭
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতৃত্বে ফরহাদ-মহিউদ্দিন
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতৃত্বে ফরহাদ-মহিউদ্দিন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের কমিটিতে সভাপতি পদে এস এম ফরহাদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সেক্রেটারি পদে মহিউদ্দিন খান ও সাংগঠনিক সম্পাদক পদে কাজী আশিক মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টায় শহীদ মাহবুবুর রহমান মিলনায়তনে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এস এম ফরহাদ সভাপতি নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সদস্যদের লিখিত মতামতের ভিত্তিতে মহিউদ্দিন খান ও কাজী আশিককে মনোনীত করেন।

সভায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ আবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।



মন্তব্য করুন