১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান করেছে অন্তর্বর্তী সরকার
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদের প্রথম ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান নিশ্চিত করেছে। এই উদ্যোগ বেকারত্ব হ্রাস এবং যুব সমাজকে উৎপাদনমুখী কার্যক্রমে সম্পৃক্ত করার প্রতি সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন।
রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরা হয়।
সংবাদমাধ্যমকে উদ্দেশ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ
মাহমুদ বলেন, 'বর্তমানে দেশে মোট বেকারের সংখ্যা ১ কোটি ৮ লাখ, যার মধ্যে ২৬ লাখ স্নাতক।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী দুই বছরে ৫ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য
নিয়েছে। মাত্র গত ১০০ দিনের মধ্যেই বিভিন্ন সেক্টরে, বিশেষ করে আয়মুখী খাতে ৮৬ হাজার
২৭৭ জনের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে।
তিনি শিক্ষার্থীদের জন্য ট্রাফিক পুলিশের সহকারী হিসেবে কাজ করার একটি
নতুন কর্মসংস্থান উদ্যোগের কথাও তুলে ধরেন।
এই কর্মসূচির আওতায় নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য ২,১০০টি পদ সৃষ্টি
করা হয়েছে। এর মধ্যে ২৩১ জন ইতিমধ্যে কাজ শুরু করেছেন, এবং বাকি পদগুলো শীঘ্রই পূরণ
করা হবে," আসিফ মাহমুদ বলেন। তিনি বলেন, এই কর্মসূচিগুলো অন্তর্বর্তী সরকারের
বেকারত্ব হ্রাস এবং যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন।
মন্তব্য করুন