আইনজীবী হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইনকিলাব মঞ্চের
আইনজীবী হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইনকিলাব মঞ্চের
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে তারা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) এ ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের নেতারা।
তারা বলেন, আওয়ামী লীগের ট্রাম্প কার্ড দুইটি। একটি মুক্তিযুদ্ধ আরেকটি
সনাতন ধর্মাবলম্বী। বিভিন্ন সময় সনাতন ধর্মাবলম্বীদের উপর আওয়ামী লীগ হামলা চালিয়ে
অন্যদের উপর দোষ চাপিয়েছে।
এসময় তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ করা
যাবে না। আওয়ামী লীগ তাদের এজেন্ট দিয়ে এখন মন্দিরগুলোতে হামলা চালাবে। আমরা মন্দিরগুলো
পাহারা দেব। ষড়যন্ত্র হচ্ছে আমাদের ফাঁদে ফেলতে।
হত্যাকারীর বিরুদ্ধে আমাদের আন্দোলন। এই প্রতিবাদ মিছিল শান্তির জন্য,
বলেন তারা।
এসময় সেনাবাহিনীর কাছে প্রশ্ন রেখে তারা বলেন, ক্ষমতা পাওয়ার পরেও কেন
আপনারা তা ব্যবহার করছেন না।
সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময়
তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম প্রাণ
হারিয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল
মোহাম্মদ তসলিম উদ্দীন আইনজীবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া আহত ছয়জন চমেকে চিকিৎসাধীন বলে জানান তিনি। মরদেহ জরুরি বিভাগের
মর্গে রাখা হয়েছে।
চমেক হাসপাতাল, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, নিহত সাইফুল ইসলাম চট্টগ্রামের
লোহাগাড়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী
পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত
ছিল।
মন্তব্য করুন