বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মিতু হত্যা মামলা

সোমবার সকালে মুক্তি পেতে পারেন সেই সাবেক এসপি বাবুল

নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৯ |আপডেট : ৫ ডিসেম্বর ২০২৪ ০০:২৪
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার

চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় জামিনে মুক্তি পেতে পারেন।

চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালত থেকে তার জামিননামা রোববার বিকেল ৫টার পর কারাগারে পৌঁছায়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।   

তবে তদন্ত সংস্থা পিবিআই হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল করেছে জানিয়ে একটি আবেদন দিলেও আদালত তা আমলে নেননি। ফলে তিন বছর সাত মাস পর বাবুল আক্তার মুক্তি পেতে যাচ্ছেন।

সিনিয়র জেল সুপার বলেন, কারাবিধি অনুযায়ী আসামিদের ৫টার মধ্যে লকআপ করা হয়ে যায়। এ সময়ের পরে কোনো আসামির জামিননামা কারাগারে এলে আইনত মুক্তির সুযোগ থাকে না। সোমবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তাকে মুক্তি দেওয়া হবে।

গত ২৭ নভেম্বর বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ জামিনের আদেশ দেন। ওই সময় আসামির আইনজীবী শিশির মনির বলেছিলেন, বাবুল আক্তার তিন বছর সাত মাস ধরে কারাগারে আছেন, এই বিবেচনায় আদালত তাঁকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দেন। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

গত ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন এসপি বাবুল আক্তার। পরে ১৮ আগস্ট বিচারক জামিন নামঞ্জুর করে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।  



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর