বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার জামায়াত, বৃহস্পতিবার বিএনপির সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর ২০২৪ ২২:৪৮
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ ডিসম্বর) থেকে এ মতবিনিময় শুরু হবে।

প্রথমদিন বিকেল ৪টায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে ব্রিফ করবেন জামায়াতের আমির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিএনপির সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা। বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবেন। অন্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর