বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বেরোবি ইয়ুথ জার্নালিস্টস ফোরামের সভাপতি গাজী আজম, সম্পাদক সাকিব

বেরোবি প্রতিনিধি
৪ ডিসেম্বর ২০২৪ ২৩:২৫ |আপডেট : ৫ ডিসেম্বর ২০২৪ ০০:২৪
সভাপতি গাজী আজম সম্পাদক সাকিব
সভাপতি গাজী আজম সম্পাদক সাকিব

ইয়ুথ জার্নালিস্ট ফোরম বাংলাদেশ (ওয়াইজেএফবি) এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখায় দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি গাজী আজম হোসেনকে সভাপতি ও নিউজ সারাক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সাকিব সরকারকে সাধারণ সম্পাদক করে ২০২৪-২৫ কার্যকরী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় শাখার সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদেরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো: হেলাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আল হুমাইরা জান্নাতি ঐশি, কোষাধ্যক্ষ মো.সুলাইমান, সাংগঠনিক সম্পাদক খাদেমুল সরদার,প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম কব্য, প্রশিক্ষণ ও দপ্তর সম্পাদক রিফাত ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মিনহাজুর রহমান মেহেদী, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল্লাহ মাসুম,কার্যনির্বাহী সদস্য মুনিরা আঞ্জুম রুমালী,আনিকা তাসকিন ও সোহানুর রহমান।

প্রসঙ্গত, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) বাংলাদেশে কর্মরত সকল জাতীয় দৈনিক ও সাপ্তাহিক সংবাদপত্র, বার্তা সংস্থা, দেশি-বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্টার ও সাব-এডিটরদের নিয়ে তরুণ সাংবাদিকদের সংগঠন। 



মন্তব্য করুন