শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়া নিয়ে মুখোমুখি ৬ দেশ, কে কার পক্ষে?

অনলাইন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪ ২৩:০৮ |আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ২৩:০১
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তী অসামরিক এলাকা দখল করে নিয়েছে ইসরায়েল। বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর সুযোগ বুঝে ইসরায়েল এমন কাণ্ড ঘটিয়েছে। তবে ইসরায়েলের এমন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছে কয়েকটি মুসলিম দেশ। এ নিয়ে তারা কড়া ভাষায় কথাও বলেছে তারা। তবে ইসরায়েলের সমর্থনে এগিয়ে এসেছে তার পশ্চিমা মিত্র কয়েকটি দেশ।

অনেক দিন ধরেই গোলান মালভূমির ওপর নজর ছিল ইসরায়েলের। কিন্তু ইরানের অন্যতম মিত্র বাশার আসাদ ক্ষমতায় থাকায় এত দিন ইসরায়েলের সেই স্বপ্নপূরণ হয়নি। কিন্তু বাশার আসাদের পলায়নের পর শিকারির মতো ছোঁ মেরে গোলান মালভূমির বাফার জোন দখলে নিয়েছে তেল আবিব। দেশটি বলছে, নিজেদের নিরাপত্তার কারণেই ওই অঞ্চল দখল করেছে তারা।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথায় ইঙ্গিত মিলছে অন্য কিছুর। তিনি বলছেন, এই অঞ্চল আজীবনের জন্য তাদের থাকবে। স্পর্শকাতর ওই অঞ্চল নিয়ে এবার মুখোমুখি হয়েছে বিশ্বের ৬টি দেশ। সিরিয়ার অঞ্চল দখল করে নেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক ও মিসর। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো মিত্র দেশকে পাশে পাচ্ছে ইসরায়েল।

তবে মার্কিন মিত্র ফ্রান্স বেঁকে বসেছে। সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে ওই অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে প্যারিস। এ ঘটনায় নিন্দা জানানো অন্য মুসলিম দেশগুলোও একই ভাষায় কথা বলেছে। তবে তাতে কর্ণপাত করেনি ইসরায়েল। উল্টো সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছিও বিমান হামলা চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী।

চলমান পরিস্থিতিতে ক্ষমতা বদলের প্রক্রিয়া যাতে মসৃন হয় সেই বিষয়ে সহোযগিতার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।



মন্তব্য করুন