দেশের ইলেকট্রনিক্স শিল্পের পথিকৃৎ নজরুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া
মরহুম এস এম নজরুল ইসলামের রুহের মাগফেরাতের জন্য ওয়ালটন করপোরেট অফিসে বিশেষ মোনাজাত।
১৭ ডিসেম্বর, ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন বাংলাদেশের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স ও ডিজিটাল ডিভাইস পণ্য উৎপাদন শিল্পের পথিকৃৎ।
ওয়ালটন হেডকোয়ার্টার, কর্পোরেট অফিসগুলোর
পাশাপাশি দেশব্যাপী ওয়ালটনের সার্ভিস সেন্টার, প্লাজা এবং পরিবেশক শোরুমগুলোতে যথাযোগ্য
মর্যাদায় শোক দিবস পালনের পালনের পাশাপাশি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ
মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন
হেডকোয়ার্টার্সে মরহুম এস এম নজরুল ইসলামের স্বরণে শোক দিবস পালনের পাশাপাশি তার রুহের
মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসসহ
মিরপুর ওয়ালটন কমপ্লেক্সেও বাদ আসর বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের পক্ষ
থেকেও দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় মরহুম নজরুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী পালনের পাশাপাশি
মহান আল্লাহর নিকট তার রুমে মাগফেরাতের জন্য দোয়া করা হয়।