‘এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়’

ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি ছেড়েছিলেন আগেই। এবার ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হওয়ার পর থেকেই তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। তাতেই নিজের শেষ দেখে ফেলেছেন ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উজ্জ্বল এই নক্ষত্র এখন থেকে শুধু সাদা পোশাকেই আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন। ক্যারিয়ারের এই নতুন মোড়ে তাকে শুভকামনা জানিয়েছেন সতীর্থ, সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকগণ।
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ১৯ বছরের যাত্রা থামলো মুশফিকুর রহিমের। গতকাল
বুধবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অবসরের ঘোষণা দেন তিনি। এর আগে
২০২২ সালে ফেসবুকেই টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
২৭৪ টি আন্তর্জাতিক ওয়ানডে খেলে সাড়ে ৭ হাজারের বেশি রান করেছেন মুশফিক।
বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল এই তারকার অবসরে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী
জান্নাতুল কেফায়াত মন্ডি।
নানান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকের পক্ষে মুখ খুলেছেন স্ত্রী
মন্ডি। জানিয়েছেন সমর্থন। ওয়ানডে ক্রিকেটে বিদায়ের দিনেও আবেগঘন পোস্টে জানিয়েছেন অনেক
অজানা কথা।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে দেয়া এক পোস্টে মন্ডি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ,
অন্ত্যন্ত তৃপ্তির সঙ্গে তোমাকে ওডিআই ক্রিকেট থেকে অবসরের শুভেচ্ছা জানাচ্ছি, আমার
প্রিয়তম!তোমার একটি দারুণ ওডিআই ক্যারিয়ার ছিল আলহামদুলিল্লাহ...নিজের প্রতি সন্তুষ্ট
না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ
ম্যাচের আগে একসঙ্গে ২০টা পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি! তুমি কখনো নিজের জন্য খেলোনি,
বরং দল ও দেশপ্রেমের জন্যই খেলেছ! এমন একজন
সৎ মানুষকে পাওয়াটা আশীর্বাদ, যিনি ওযু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ...তুমি একজন পারিবারিক মানুষ, আমাদের বাচ্চারা তোমাকে
খুব পছন্দ করে, আমি চাই শাহরোজ তোমার সব ভালো গুণ পাক এবং তোমাকেই জীবনের আদর্শ বানাক।’
মন্তব্য করুন