কলাপাড়ায় গণ অধিকার পরিষদের নতুন সদস্যদের আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় গণ অধিকার পরিষদের নতুন সদস্য পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় গণ অধিকার পরিষদের নতুন সদস্য পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় কলাপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সচিব ফাতিমা তাসনিম। কলাপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. বনি আমিন
সিফাতের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য মো. মনির মোল্লা।
গণ অধিকার
পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফাতেমা তাসনিম নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, ‘গণ অধিকার পরিষদ গণ মানুষ এর দল। আমরা কোটা সংস্কর করেছি। এবার রাষ্ট্র সংস্কর করা দরকার, তাই পটুয়াখালী-৪ আসনকে আগামী নির্বাচনের জন্য তৈরি থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘হামলা-মামলা দিয়ে
আমাদের দাবিয়ে রাখা যাবে না। বুকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। জনগণ আমাদের সাথে আছে। আমাদের
পরিবারতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজার পুত্র রাজা হওয়া ট্যাবু ভাঙ্গতেই গণ অধিকার পরিষদের আগমন।’
মন্তব্য করুন