ইবির সাদ্দাম হল ডিবেটিং সোসাইটির নবীন বরণ অনুষ্ঠিত
শুক্রবার (০২ সেপ্টেম্বর) রাত ৯টায় ইবির সাদ্দাম হল ডিবেটিং সোসাইটির নবীন বরণ অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ সেপ্টেম্বর) রাত ৯টায় হলের রিডিং রুমে এটি অনুষ্ঠিত হয়।
সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি আল আমিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আহ্বায়ক নোমান ইবনে বাশার। সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন অসীম ও সহ-সভাপতি অনি আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে নোমান ইবনে বাসার বলেন, ‘বিতর্ক মানুষের মনের যুক্তির দুয়ার খুলে দেয়। বিতর্কের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পায়। তাই আমাদের বিতর্কের সাথে থাকা অত্যন্ত জরুরি।
এর আগে, অনুষ্ঠানে সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির নতুন সদস্যদের বিভিন্ন উপকরণ দিয়ে বরণ করে নেওয়া হয়।
মন্তব্য করুন