বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শুধু নারকেল খেয়েই ২৮ বছর

অনলাইন ডেস্ক
১২ মার্চ ২০২৩ ০২:৫৯ |আপডেট : ১২ মার্চ ২০২৩ ১১:৫৭
শুধু নারকেল খেয়েই ২৮ বছর
শুধু নারকেল খেয়েই ২৮ বছর

কল্পনা করুন একজন ভোজনরসিক প্রায় তিন দশক ধরে সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার ছেড়ে দিয়েছেন এবং শুধু এক মাস নয়, ২৮ বছর ধরে অন্য কোনো খাবার থেকে বিরত থাকবেন।

কিন্তু দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কাসারগোডের চান্দেরার ৬৪ বছর বয়সি বালাকৃষ্ণান পিল্লাই দাবি করেছেন যে, তিনি ঠিক তাই করছেন।

তিনি বলেন, তিনি গ্যাস্ট্রো-ওসোফেজিয়াল রিফ্লাক্স নামে একটি রোগে ভুগছিলেন, যার জন্য তিনি কেবল নারকেল খাচ্ছেন। দ্য সান।

গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স নামক রোগে রোগী যা খায় তা বমির কারণে শরীর পরিণত হয় না এবং এত দুর্বল হয়ে পড়ে যে, হাঁটতে পারে না।

ফুটবল খেলোয়াড় বালাকৃষ্ণান ৩৫ বছর বয়সে তার যৌবনে এ রোগে আক্রান্ত হন। এ কারণে তিনি যা খেতেন তা তার পেট থেকে তার খাদ্যনালীতে চলে যেত এবং তারপরে তিনি বমি করতেন। চেষ্টা করেও ব্যর্থ হন।

তারপর তিনি নারকেল এবং এর পানি পান করতে শুরু করেন এবং এটি তার জন্য উপযুক্ত হয় এবং তিনি সুস্থ হতে শুরু করেন তখন থেকেই তিনি এটিতে থাকেন। তিনি বলেন, এখন আমি প্রতিদিন নারকেল খাই এবং এর পানি পান করি, আমার পরিবার এখন আমার কারণে এটি চাষ শুরু করেছে।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর