মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্কার্ট পরে দিল্লিতে ঘুরে ভাইরাল দুই যুবক!

অনলাইন ডেস্ক
১ মে ২০২৩ ০২:২৭ |আপডেট : ২ মে ২০২৩ ১৩:০৫
স্কার্ট পরে দিল্লিতে ঘুরে ভাইরাল দুই যুবক!
স্কার্ট পরে দিল্লিতে ঘুরে ভাইরাল দুই যুবক!

সময়ের সঙ্গে ফ্যাশনের সংজ্ঞা বদলে যায়। এক সময়ে যে পোশাকে শুধু পুরুষদের দেখা যেতো, এখন তা অহরহ নারীদের পরিধান করতে দেখা যায়। তবে এর উল্টো বেপার ঘটলেই যেন চক্ষু চড়কগাছ হয় অনেকেরই। তাইতো দিল্লির মেট্রোতে স্কার্ট পরা দুই যুবককে নিয়ে আলোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পোশাকের জন্য নির্ধারিত কোনও জেন্ডারে বিশ্বাস করেন না অনেকেই। মেয়েরা হরহামেশাই জিন্স, টি-শার্ট পরে ঘুরতেই অভ্যস্ত। এক সময় ভারতীয় উপমহাদেশে যেন চিন্তা করাই যেতো না। এখন টিপ, কানে দুল যেন ছেলেদের ফ্যাশনে পরিণত হচ্ছে ধীরে ধীরে। এবার দিল্লির মেট্রোতে স্কার্ট পরে দুই যুবক আরও একবার তা দেখিয়ে দিলেন।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দুই যুবক খোশমেজাজে মেট্রো স্টেশনে ঢোকেন। তাদের পরনে টি-শার্ট, ডেনিম স্কার্ট এবং পায়ে স্নিকার্স। স্টেশন চত্বর এবং মেট্রোর ভেতরে তাদের কাণ্ড দেখতে থাকেন অনেকেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কার্ট পরা এই দুই যুবকের ঘুরে বেড়ানোর একটি ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। নেটিজেনদের ইতিবাচক ও নেতিবাচক সব ধরনের মন্তব্যই রয়েছে ভিডিওর কমেন্টে।

একজন নেটিজেন মন্তব্য করেন, এটি আরামদায়ক, আড়ম্বরপূর্ণ এবং ফ্যাশনেবল।

গত মাসে মুম্বাইয়ের স্থানীয় ট্রেনে ক্যাটওয়াক করে ভাইরাল হন এক ব্যক্তি।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর