বেরোবিতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালিত
ছবি : সংগৃহীত
মঙ্গল আরতি, আলোচনা সভা, প্রার্থনা, ভক্তিমূলক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী উৎসব।
এ উপলক্ষে বুধবার (০৬ সেপ্টেম্বর, ২০২৩)
বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। শ্রীকৃষ্ণের
জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। হিন্দু সম্প্রদায়ের শিক্ষক,
শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ এতে অংশ নেয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেরোবি প্রক্টর
মো. শরিফুল ইসলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. বিজন মোহন
চাকী, ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তরের পরিচালক ( চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম
প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন