‘সংক্ষিপ্ত যুদ্ধবিরতির’ কাছাকাছি পৌঁছেছে হামাস-ইসরায়েল
ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস-ইসরায়েলের তীব্র লড়াইয়ের মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় জিম্মি মুক্তির আলোচনায় শেষ পর্যন্ত অগ্রগতির লক্ষণ দেখা গেছে। কয়েক সপ্তাহের পরোক্ষ আলোচনার পর রোববার যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত হামাসের সাথে সম্ভাব্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেছেন, সংক্ষিপ্ত যুদ্ধবিরতির বিনিময়ে
আগামী দিনে উল্লেখযোগ্যসংখ্যক জিম্মি মুক্তি পাবেন বলে আশা করা যায়।
গত ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলের
দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গাজার ক্ষমতাসীন সশস্ত্রগোষ্ঠী
হামাস। ওই দিন স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলে ঢুকে ২৪২ জনের বেশি ইসরায়েলি ও বিদেশি
নাগরিককে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রেখেছে হামাস। এই হামলার পর ফিলিস্তিনি ভূখণ্ডে
আক্রমণ চালায় ইসরায়েল। গাজা উপত্যকা থেকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত লড়াই চালিয়ে
যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইসরায়েলের সেনাবাহিনী বলছে, গত মাসের
শেষের দিকে ইসরায়েলি ট্যাংক ও সৈন্যরা গাজায় হামলা চালিয়ে গাজা শহরের উত্তর ও উত্তর-পশ্চিম
এবং পূর্বের বিশাল এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।তবে হামাস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা
বলছেন, গাজা শহরের কিছু অংশ, জাবালিয়ার বিস্তীর্ণ এলাকা এবং বিচ শরণার্থী শিবিরসহ
ঘনবসতিপূর্ণ উত্তরাঞ্চলে গেরিলা ধাঁচের যুদ্ধ চালিয়ে যাচ্ছে হামাস যোদ্ধারা।গাজায় ইসরায়েলের
স্থল হামলা চললেও যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত মাইকেল হারজোগ এবিসি
নিউজের ‘‘দিস উইক’’ অনুষ্ঠানে দেওয়া
এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েল আশাবাদী যে ‘‘আগামী কয়েক দিনে’’ হামাসের হাত
থেকে উল্লেখযোগ্যসংখ্যক জিম্মি মুক্তি পাবে।
এর আগে, গত ১৫ নভেম্বর ব্রিটিশ বার্তা
সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় তিন দিনের বিরতির বিনিময়ে ৫০
জিম্মিকে মুক্তির শর্তে ইসরায়েল-হামাসের মাঝে এক চুক্তিতে পৌঁছাতে চান কাতারের মধ্যস্থতাকারীরা।
যুদ্ধবিরতির ওই সময় গাজায় বেসামরিক নাগরিকদের জরুরি ত্রাণ সহায়তা সরবরাহ করা সম্ভব
হবে বলে আলোচনার বিষয়ে অবগত কাতারের একজন কর্মকর্তা জানান।
ওই সময় তিনি বলেছিলেন, ইসরায়েল এবং হামাস
বিরতির সাধারণ রূপরেখায় রাজি হয়েছে। কিন্তু ইসরায়েল এখনও এই চুক্তির বিষয়ে বিস্তারিত
আলোচনা করছে। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন,
জিম্মিরা কখন মুক্ত হতে পারেন, তা বলার মতো অবস্থায় আমি নেই।তিনি বলেন, ‘‘তারা মুক্তি পাবে
আমি সেটা নিশ্চিত হতে চাই এবং তারপর আমি এই তথ্য আপনাদের জানাবো।’’ ভার্জিনিয়ায়
মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সাথে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন জো বাইডেন।
একই দিন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ
বিন আবদুল রহমান আল-থানি দোহায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, হামাস-ইসরায়েলের মাঝে সম্ভাব্য
একটি চুক্তির সামান্য কিছু প্রধান প্রতিবন্ধকতা আছে। অত্যন্ত ছোটোখাট কিছু বিষয় অমীমাংসিত
রয়ে গেছে। তবে চুক্তির ‘‘বাস্তবিক ও যৌক্তিক’’ কিছু বিষয়ে এখনও
ঐকমত্যে পৌঁছানো যায়নি।
চুক্তির বিষয়ে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা
বলেন, ‘‘অত্যন্ত জটিল,
অত্যন্ত সংবেদনশীল’’ এই আলোচনায় অগ্রগতি হচ্ছে।
সর্বশেষ খবর
- বিপিএলেও রংপুর রাইডার্সের স্পনসর হিসেবে যুক্ত হল ‘গোল্ড কিনেন’
- বসুন্ধরা আই হসপিটালের সহযোগিতায় চিকিৎসা পেলেন শিবচরের ৫ শতাধিক মানুষ
- বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি পাবেন
- কক্সবাজারে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত
- দেশব্যাপী গ্রাহক সেবা সপ্তাহ-২০২৪ শুরু করলো ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট
মন্তব্য করুন