বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০

নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৪ ২২:৩৭ |আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ২১:৫৫
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (এফডিসি) নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

সম্প্রতি এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংখ্যাগরিষ্ঠভাবে বিজয়ী হন মিশাডিপজল প্যানেলের সদস্যরা। মিশাডিপজল প্যানেলসহ বিজয়ী কমিটির সদস্যদের নিয়ে মঙ্গলবার বিকাল ৪টায় এফডিসিতে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠান শেষ হতে না হতে শিল্পী সমিতির সদস্য ও সাংবাদিকইউটিউবারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এমনকি চেয়ার ছোড়ার মতো ঘটনাও ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শিবা সানুর সঙ্গে ইউটিউবারদের কথাকাটাকাটি শুরু হয়। একটা পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কথাকাটাকাটির এক পর্যায়ে সাংবাদিকরা হাজির হলে তাদের সঙ্গেও বাগবিতণ্ডা হয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, হামলায় নেতৃত্ব দেন শিবা শানু, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো।

সাংবাদিকরা জানিয়েছেন, ঘটনার সূত্রপাত অভিনেতা শিবা শানুর মাধ্যমে। শিল্পী সমিতির শপথগ্রহণ শেষে একজন গণমাধ্যমকর্মীকে হঠাৎ করেই মারতে শুরু করেন। এ পর্যায়ে অন্যান্য সংবাদকর্মীরা তাকে আটকাতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়।

এ ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন ও বাংলাভিশন এবং চ্যানেল ২৪- এর ক্যামেরাপারসনসহ ১০ জন সংবাদকর্মী ও ইউটিউবার আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডিপজল বলেন, বিষয়টি আমরা দেখছি। এটা খুবই দুঃখজনক। বিষয়টি যেভাবে দেখা দরকার তা আমরা দেখছি।



মন্তব্য করুন