শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সহজ অনুরোধ

প্রদীপ্ত মোবারক
৩০ জুন ২০২২ ২১:৪৭ |আপডেট : ১ জুলাই ২০২২ ১০:৪৬
ছবি: ভোলা কায়াকিং পয়েন্ট
ছবি: ভোলা কায়াকিং পয়েন্ট

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি।

মেঘাচ্ছন্ন আষাঢ়ও যে জ‍্যোৎস্না নিংড়ে আনে 

শুধু তোমাকেই বলতে পারি না!

টকটকে সূর্য, রূপালী চাঁদ, দু'একটা তারা 

সব কিছুরই যা কিছু মুগ্ধতা, তা কেবল 

তোমার কাছেই বারংবার ঠেলে দেয়,

এটুকু শুধু তোমাকেই বুঝতে পারি না।

হতভাগা রুগ্ন বিরহের বৃষ্টি 

আধভেজা করে দেয় আমায়–

বেলা অবেলায়। তুমিই দেখো না তা।

নিত্যদিনের সন্ধ্যাগুলো তুমি–

অন্ধের মতো পাঁজরে খাঁজে গুঁজে রেখেছো।

তবে সন্ধ্যামালতীর সুবাসটা 

আজো আমি পুষে রেখেছি

তোমার কাছে পৌঁছাবো বলে। 

বুকে বুকে চিনচিনে কষ্টবহুল–

হতাশাকে আর ছুঁতে দিও না।

ঝুঁকিপূর্ণ অতিথির মতো 

আসন পেতেছে হৃদয়ে, রোগের ছানাপোনা।

ওগোর পাশে ইগোর লড়াইটা এবার একটু থামাও।



মন্তব্য করুন