শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মেধার ক্ষরণ

সেহাঙ্গল বিপ্লব
২৮ জুলাই ২০২২ ১৪:১৬ |আপডেট : ২৮ জুলাই ২০২২ ১৬:০৭
কবি, গণমাধ্যম কর্মী, অনুষ্ঠান প্রযোজক সেহাঙ্গল বিপ্লব
কবি, গণমাধ্যম কর্মী, অনুষ্ঠান প্রযোজক সেহাঙ্গল বিপ্লব

সেহাঙ্গল বিপ্লব একজন গণমাধ্যম কর্মী, অনুষ্ঠান প্রযোজক হিসেবে কাজ করছেন চ্যানেল আই তে। এ সময়ের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’ তাঁর পরিচালনায় প্রচারিত। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আগুন ফুলের ঘ্রাণ’ও দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘অন্যকোনো ফুল নেই’। কবি তার প্রতিটি গ্রন্থেই কাব্য-প্রতিভার স্বাক্ষর রেখেছেন।‘নীল দরজার খিল’ কবির তৃতীয় কাব্যগ্রন্থ। তার প্রকাশিত বইয়ের সিংহভাগ কবিতা বিভিন্ন দৈনিক ও সাহিত্য বিষয়ক পত্রিকায় প্রকাশ পেয়েছে।

তোমাকে ঘৃণার মধ্যে খুঁজেছি আমার উত্তরণ

পেয়েছি সততা আর নাগরিক বোধের সন্ধিতে

অসত্যের খামখেয়ালিপনা।

যানজটে ভিজে ওঠা যুবতীর স্তন ব্রা-র ক্লিপ

দৃশ্যমান হয়ে ওঠার আগে মুছে নিয়েছি চশমার গ্লাস

হিন্দি সিনেমার নায়িকার নাভী দেখার মুহূর্তে

আমাকে অশ্লীল বলে গালি দেবার প্রয়োজন আছে কি...?

তোমার আউটফিট সামলে চলার আহ্বান থাকলো।

 

পুরুষ চোখের বাতিগুলো যেখানে সেখানে জ্বলে

কোন বাঁধনে বাঁধবে তাকে বলো?

সেনসোডাইন রোধ করে দাঁতের পাইরিয়া

কী দিয়ে করেছো রোধ মেধার ক্ষরণ?



মন্তব্য করুন