পোড়া কাগজ
কবি প্রদীপ্ত মোবারক
কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি।
বোধ, মায়া ও উপহাস শরীরের জানালায়
ভীষণ একটা ছায়া ফেলে রেখেছে। এটা যেমন সত্য, সাথে সাথে এটুকুও মিথ্যে নয়–
তোমার বাহুতে লেগে থাকতে দেখেছি লাজুক রোদের আঁচড়।
মুখমন্ডল ছিল মিষ্টি ভালোবাসা, মায়া আর অধিকারের ছিমছাম আলোয় আলোকিত।
তাই খুব করে বলছি,
আরও একবার তোলপাড় করো, ভিজিয়ে দাও পোড়া কাগজ, গোলাপি রুমালে বেঁধে রাখো আগের মতো।
মন্তব্য করুন