নিবেদন
কবি প্রদীপ্ত মোবারক
কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি।
রাগ ও অনুরাগ মিশ্রিত সম্পর্কের সারাংশ
শ্বাস বিনিময়ে বাতাসের সংকট এখানেই।
এখানেই আলো জ্বলে আবার নিভে যায়,
চেনা আকাশে হঠাৎ মেঘের ঘনকাটা।
জীবন খুব ছোট,
তাই বৃষ্টি হোক ভিজুক মন ও শরীর।
দখিনা বাতাসের তৎপরতায় ভেসে আসুক মিষ্টি সুভাষ।
পুরনো আনন্দে মেতে উঠুক বর্তমান।
মন চিৎকার করে বলে উঠুক, কোনো দুঃখ নেই
নেই কোনো বিব্রতকাল কিংবা অসহায় সকাল।
দমকা বাতাসের আঘাতে না ভাঙুক হৃদয়
হাসির সজীবতায় চলুক আমাদের বাকি কথা।
সর্বশেষ খবর
- ২য় প্রান্তিক শেষে ৩০৪ কোটি টাকা মুনাফা করেছে ওয়ালটন
- জুলাই আন্দোলনে হামলা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থী বহিষ্কার
- গ্রাহকপ্রিয়তার শীর্ষে উঠার প্রত্যয়ে ওয়ালটন ক্যাবলসের ‘বিজনেস পার্টনার্স মিট-২০২৫’ অনুষ্ঠিত
- দেশের সর্ববৃহৎ এক্সপো ভিলেজের যাত্রা শুরু
- মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
মন্তব্য করুন