শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা সিটি কলেজ আরও ২ দিন বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৪ ২২:০০ |আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ২১:১২
ঢাকা সিটি কলেজ
ঢাকা সিটি কলেজ

ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ নেয়ামুল হক এবং উপাধ্যক্ষ মো. মোখলেছুর রহমানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটিতে আরও দুদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজেই নোটিশ দিয়ে বুধ ও বৃহস্পতিবার ছুটির ঘোষণা দিয়েছেন।

এর আগে, গতকাল সোমবার সন্ধ্যায় প্রকাশিত এক নোটিশ অনুযায়ী আজ মঙ্গলবার সিটি কলেজে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল।

নেয়ামুল হকের স্বাক্ষর করা নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৩০ ও ৩১ অক্টোবর কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। তবে কলেজের প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু থাকবে।

নোটিশটির অনুলিপি উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান, জ্যেষ্ঠ শিক্ষক, কো-অর্ডিনেটর, পরীক্ষা কমিটি এবং অফিস সুপারিনটেনডেন্টকে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। যেখানে কলেজের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেন৷ পরে বিকেল ৩টার পর কলেজের মূল ফটক খুলে নিচ তলায় কন্ট্রোল রুমে থাকা অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা৷

পরে সেনাবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় শিক্ষার্থীরা দোতালায় উঠতে চাইলে সেনাবাহিনী ভেতর থেকে গেট বন্ধ করে দেয়।



মন্তব্য করুন