বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সংলাপে না বসে কেন ফিরলেন অলি, জানাল এলডিপি

নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২৪ ২১:১৭ |আপডেট : ৫ ডিসেম্বর ২০২৪ ০০:২৪
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারত সম্পর্ক, ভারতে বাংলাদেশি মিশনে হামলা এবং সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রচারণার মধ্যে জাতীয় ঐক্য সৃষ্টিতে রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে সংলাপ বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তবে বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। তবে সেখানে গিয়েও সংলাপে অংশ না নিয়ে ফিরে আসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

এ ঘটনার ব্যাখ্যায় সরকারকে দোষারোপ করেছে এলডিপি। সন্ধ্যায় দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার ব্যাখ্যা দেয়া হয়।

এতে উল্লেখ করা হয়, দেশের চলমান নানা ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিতে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল ( অব.) অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকে ফরেন সার্ভিস একাডেমিতে যাওয়ার জন্য মঙ্গলবার রাতে দাওয়াত দেন উপদেষ্টা আদিলুর রহমান খান। সেই মোতাবেক আজ বিকাল ৩টার পর সেখানে যান অলি আহমদ এবং রেদোয়ান আহমেদ।

সে সময় প্রবেশপথে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে অতিথি তালিকায় তাদের নাম নেই। পরে তারা অনুষ্ঠানস্থলে না গিয়ে বাসায় চলে আসেন। পরে উপদেষ্টা আদিলুর রহমান খান যোগাযোগ করলেও তারা আর অনুষ্ঠানে যোগ দেননি।

এলডিপির প্রেসিডেন্ট কর্নেল ( অব.) অলি আহমদ এবং মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে দাওয়াত দিয়ে অতিথি তালিকায় কেন নাম রাখা হয়নি, সেটি সরকারপক্ষ ভালো বলতে পারবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি।



মন্তব্য করুন