এটুকুই নয় শেষ পৃষ্ঠা
কবি প্রদীপ্ত মোবারক
কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সাথে সম্পৃক্ত রয়েছেন।
দূষিত এ শহরের কোলাহলে ওই স্পর্শটুকু রইল, যা বিশুদ্ধ
এটুকুই সামান্য সময়ের একমাত্র সঞ্চয়।
চোখ বুজে স্পষ্ট দেখতে পাই
এখনো তোমার কপালে লেগে আছে–
গাঢ় এক ওষ্ঠ আর অধরের আঁচড়।
এরপর ঠোঁট ছুঁয়ে গ্রীষ্মের ভেজা ঘামের মতো
সেই আঁচড় পৌঁছে গেল তোমার স্তন চূড়ায়।
স্পর্শ করল কামনায় ও ভালোবাসায়।
তুমি কীভাবে যেন বিলীন হয়ে যাচ্ছিলে
অচেনা এক সবুজ সাগরের জলে
হয়তো নিঃশব্দে ভালোবেসে ছুঁয়েছিলাম বলে।
তুমি কিন্তু ভেবে নিয়েছিলে–
এটুকুই প্রজ্ঞা, এটুকুই শেষ পৃষ্ঠা!
ভেবেছিলে প্রগাঢ় ধ্যানীর মতো তোমার শরীর ছুঁয়ে–
জাগিয়ে তুলেছিলাম লবণাক্ত সাগরের জল।
আজও সেই ঢেউয়ের ফেনায় ভিজে যাচ্ছি,
কেননা ওই শরীরেই তোমার মনও ছিলো।
তোমার কি মনে পড়ে সেই বিকেল-সন্ধ্যা কিংবা মেঠো পথ...!
মন্তব্য করুন