বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিরতিহীন

তানিম জাবের
২০ এপ্রিল ২০২২ ১৫:২১ |আপডেট : ২১ এপ্রিল ২০২২ ০৭:৩২
কবি ও গল্পকার তানিম জাবের
কবি ও গল্পকার তানিম জাবের

কবি ও গল্পকার। জন্ম ১৬ নভেম্বর, নরসিংদী জেলার শিবপুর উপজেলার মজলিশপুর গ্রামে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাসরত। প্রকাশিত বই নির্জন কেবিন (২০১৮, বৈভব প্রকাশনী) সবুজ অ্যাম্বুলেন্স (২০২০, বৈতরণী প্রকাশনী)

হাইওয়ে ভেসে যায় যেমন বাদলে

তেমন বাদলে ভেসে যেতে থাকে ক্রমশ

ঝাপসা হতে হতে আলো এসে বাড়ি খায়

অন্ধকার বিমের কিনারা ঘেষে রোড ডিভাইডারে-

আমরা তবু আমাদের ধরে রাখি পিছলে যেতে যেতে

হাইড্রোলিক মন চেপে ধরি প্রেমের আক্রোশে

এমন এসব তো রোজ হরহামেশাই ঘটে কারো না কারো

গোচরে আসে না যতক্ষণ না ছিটকে যায়

যতক্ষণ না কান্না পায়

যতক্ষণ না শূন্য শূন্য লাগে

টইটুম্বুর ছিল যা

অথবা এইসব হাইওয়ের গল্পগুজব।



মন্তব্য করুন