বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

হারানো বিজ্ঞাপন

প্রদীপ্ত মোবারক
৫ মে ২০২২ ১১:৫৩ |আপডেট : ৭ মে ২০২২ ০৩:১৭
কবি প্রদীপ্ত মোবারক
কবি প্রদীপ্ত মোবারক

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সাথে সম্পৃক্ত রয়েছেন।

হারানো বিজ্ঞাপন

প্রদীপ্ত মোবারক


লালচে সময়ের অন্তরঙ্গতা 

তুমি ভেবেছিলে এ শুধুই কুয়াশার স্পর্শ!

অথচ, আমি কেবলই তোমায় আঁকড়ে থাকি।

সব অনুভূতি দখল করে এ কেমন জালিয়াতি!

তুমি ক্রমে ক্রমেই পরিবর্তিত হওয়ার কসরতে ব্যস্ত।

ডায়েরির বুকে এখনো তোমায় ঘিরে কবিতার সংসার।

তুমি বুঝিয়ে দিতে তৎপর–

পাঁচিলে প্রসব হওয়া আমি এক শ‍্যাওলাফুল মাত্র।

তবুও তোমায় রোজ রোজ লিখতে বসি, 

চিঠির উত্তর না পেয়ে

কখনো কখনো কালো চাঁদর–

গায়ে জড়িয়ে বিচ্ছিন্নতাবাদী হই।

অধিকারের সুরে বলে উঠি -

"ও কেবলই আমার"।

তারপর– 

তুমিও আসো মুক্তিপণ নিয়ে,

সমুদ্রতীরে বালির বাড়ির মতো।

এরপর–

আবার দিতে হয় তোমার নামে হারানো বিজ্ঞাপন!





মন্তব্য করুন