বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গোলাপের কিট

প্রদীপ্ত মোবারক
১৭ মে ২০২২ ১৬:২৪ |আপডেট : ১৮ মে ২০২২ ০৪:২৯
কবি প্রদীপ্ত মোবারক
কবি প্রদীপ্ত মোবারক

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সাথে সম্পৃক্ত রয়েছেন।

তখনো বিশ্বাস ছিল

হাতের উপরে হাত। তারপর,

মনে হলো এত ভিজে কেন..!

ঘামছে কি? নাকি উদ্বিগ্ন...

বুকে জড়িয়ে মনে হচ্ছিল

হৃদয় লাফাচ্ছে খুব।

এখনও তো বিশ্বাস করেছি

জেনেছি এবং জানি বিশ্বাসই ধর্ম।

হাত কাঁপছে, শ্বাসও খুব দ্রুত!

মনে মনে বলি-

কি লুকোচ্ছে অদৃশ্য আস্তিনে...!

কিন্তু আবারও বিশ্বাস করি।

বিশ্বাসের জোর কিন্তু খুব

এটা নিয়ে সামনে দাঁড়ালে

সমস্ত শরীর এবং

বুক কেঁপে ওঠবেই।



মন্তব্য করুন