শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কোঁকড়া চুলের খোপা

প্রদীপ্ত মোবারক
১৭ জুন ২০২২ ০০:০৬ |আপডেট : ১৭ জুন ২০২২ ১১:২২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সাথে সম্পৃক্ত রয়েছেন।

তোমার জানলায় তাকালেই দেখি, খুব মুখর তোমার

বিছানা, পুকুরটা থইথই করছে জল আর জলজ উৎসবে।

দৃষ্টির বড়শিতে বেঁধে ছুড়ে দিই ভালোবাসার সুতো

তাতে ভারী মাছের শরীরী ঢং-এ উঠে আসে উপেক্ষা।

 

এভাবেই দুপুর কেটে যায়, বিকেলটাও তাই

আমি আরও ধৈর্য ধরি, রাততো অপেক্ষামান।

হয়তো চাঁদ উঠবে একটুখানি জলকেলি হবে

ভিজে যাবে অদ্ভুত সুন্দর কোঁকড়া চুলের খোপা।

কবি প্রদীপ্ত মোবারকের অন্যান্য কিছু কবিতা-

গোলাপের কিট

এটুকুই নয় শেষপৃষ্ঠা

তুমি



মন্তব্য করুন