বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পৈশাচিক আনন্দে প্রকৃতি

প্রদীপ্ত মোবারক
১৯ জুন ২০২২ ০৯:০৩ |আপডেট : ১৯ জুন ২০২২ ১৩:০৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সাথে সম্পৃক্ত রয়েছেন।

অনেক দিনের গরম হাওয়া ঠেলে

তুমি এবার পাহাড় বেয়ে এলে

এলে তুমি এমন একটা তালে

আমরা ছিলাম ঐ পাহাড় ঢালে।

প্লাবন হয়ে দিলে তুমি দেখা

ভেসে গেল যে যার মতো একা।

নীড় হারা ঐ মানুষগুলা দেখো

অবস্থাটাই কষ্ট মাখো মাখো।

নগ্ন খেলায় মত্ত তুমি আজ

বেশ আনন্দে ফেলেছো শুধু বাজ।

করুন ডাকেও দাওনা তুমি সাড়া

তোমার জলে ভাসছে উঠোন-পাড়া।

গেয়ে যাচ্ছো তুমি তোমার সুরে

কিছু তল্লাট ধরাছোঁয়ার দূরে।

হ্যাঁ...তোমার খেলাই প্রতিষ্ঠিত ভবে

থেমেও যাবে সময় যখন হবে।

তবু আমরা তোমার কাছে ঋণী

শোকের দামে তোমার ইচ্ছা কিনি।

কবি প্রদীপ্ত মোবারকের অন্যান্য কিছু কবিতা-

তুমি
গোলাপের কিট

এটুকুই নয় শেষপৃষ্ঠা

কোঁকড়া চুলের খোপা



মন্তব্য করুন