তুমি
প্রতীকী ছবি
কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।
প্রজাপতিরা বলে যাচ্ছে...
এখনও খুশি হওয়ার আছে কিছু কারণ।
তার চোখ বলে দেয় এখনও তাকে—
ভালোবাসা যায় অনায়াসে।
মাটি মনে করায় শিকড়,
বুকের ভেতর শিশিরের ফোঁটা।
একান্ত দুঃখগুলো বলে, চলো আজ—
ভাগ করে নেওয়া হোক শুধু মমতায়।
বাঁচার চেষ্টা, এটুকু নজর আর কিছু কথায়।
তোমার এসবের কাছেই নিজেকে দেখে নেই
আর খুঁজে পাই সুখ, দুঃখ, আর শান্তির নিজস্ব পরিমাপ।
তাই তোমায় ছাড়া একলা থাকা হবে না আর।
আমার পঞ্চ ইন্দ্রিয় ধুলো মাখা,
ষষ্ঠ ইন্দ্রিয় মৃত, তৃতীয় নয়ণের দৃষ্টি খুব ঝাপসা।
একটা তুমি নামক ইন্দ্রিয় মাঝেই—
টিকে আছে সবটুকু নিজস্বতা।
মন্তব্য করুন